ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

সার্চ কমিটিকে নাম প্রস্তাবের সিদ্ধান্ত আ’লীগের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
সার্চ কমিটিকে নাম প্রস্তাবের সিদ্ধান্ত আ’লীগের

ঢাকা: নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনে রাষ্ট্রপতির গঠিত সার্চ কমিটিকে প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনারদের নিয়োগের জন্য নাম প্রস্তাবের সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

সোমবার (৩০ জানুয়ারি) রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলটির কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মুখপাত্র মাহবুব উল আলম হানিফ বাংলানিউজকে এ তথ্য জানান।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পর ইসি পুনর্গঠনে গত ২৫ জানুয়ারি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে সার্চ কমিটি গঠন করেন। এই কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য নাম প্রস্তাব করতে বলা হয়। কমিটির সুপারিশ থেকে অনধিক পাঁচ সদস্য’র ইসি নিয়োগ দেবেন রাষ্ট্রপতি।

সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে গঠিত সার্চ কমিটির অপর সদস্যরা হলেন- হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোহম্মদ সাদিক, মহাহিসাব নিরীক্ষক (সিএজি) মাসুদ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য শিরীন আখতার।

গত ২৮ জানুয়ারি কমিটির প্রথম বৈঠকে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নেওয়া ৩১টি রাজনৈতিক দলকে নাম দেওয়ার আহ্বান জানায় সার্চ কমিটি। এরই প্রেক্ষিতে আওয়ামী লীগ বৈঠক করে এ সিদ্ধান্ত নিয়েছে।

সব দলের মত পাওয়ার পর সার্চ কমিটি নির্বাচন কমিশনার নিয়োগের একটা প্রস্তাব বঙ্গভবনে পাঠাবে। সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠন করবেন।  

বাংলাদেশ সময়: ২৩০৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭/আপডেট ০১৫৮ ঘণ্টা, জানুয়ারি ৩১
এমইউএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ