ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আওয়ামী লীগ

শেকৃবি ছাত্রলীগের সম্মেলন ১১ এপ্রিল

শেকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১২ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
শেকৃবি ছাত্রলীগের সম্মেলন ১১ এপ্রিল

ঢাকা: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) শাখা ছাত্রলীগের সম্মেলন হবে আগামী ১১ এপ্রিল।

সোমবার (১৩ র্মাচ) ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, শেকৃবি শাখা ছাত্রলীগকে আরও গতিশীল ও বেগবান করতে ১১ এপ্রিল সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলন সফল করতে বর্তমান কমিটির নেতা-কর্মীদের নির্দেশও দেওয়া হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে।  

শাখা ছাত্রলীগে গুরুত্বপূর্ণ পদ পেতে এরইমধ্যে পদপ্রত্যাশী নেতারা বিশ্ববিদ্যালয়ে নেতাকর্মীদের নিয়ে তৎপরতার পাশাপাশি সংগঠনের হাইকমান্ডেও জোর যোগাযোগ চালিয়ে যাচ্ছেন।

তবে ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বাংলানিউজকে বলেছেন, নিয়মিত ছাত্র, যোগ্য, পরিছন্ন ও ত্যাগী নেতাদেরই নেতৃত্বে আনা হবে।

বাংলাদেশ সময়: ০৬০৯ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ