ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আওয়ামী লীগ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে হাজারো নেতাকর্মীর ঢল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৩ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৭
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে হাজারো নেতাকর্মীর ঢল ধানমন্ডির ৩২ নম্বরে নেতাকর্মীর ঢল- ছবি: দীপু মালাকার

ঢাকা: স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে ধানমন্ডির ৩২ নম্বরের সামনে জড়ো হয়েছেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

শুক্রবার (১৭ মার্চ) জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের জন্য হাজার হাজার নেতাকর্মীর ঢল নামে।

সকাল ৭টার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে বের হয়ে আসার পর সবার শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় ধনমন্ডি ৩২ নম্বর জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতি।

ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ,জনতা ব্যাংক লিমিটেড, বঙ্গবন্ধু পরিষদসহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে এসেছেন।

এ সময় নেতাকর্মীরা সঙ্গে ফুল ও কেক নিয়ে এসেছেন। প্রধানমন্ত্রী বের হলে তারা একযোগে ধানমন্ডির ৩২ নম্বরে প্রবেশ করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

বাংলাদেশ সময়: ০৮০১ ঘণ্টা, মার্চ ১৭,২০১৭
এমসি/জিপি/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ