ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আওয়ামী লীগ

জঙ্গিবাদ প্রতিরোধে হাবিপ্রবি ছাত্রলীগের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
জঙ্গিবাদ প্রতিরোধে হাবিপ্রবি ছাত্রলীগের বিক্ষোভ হাবিপ্রবি শাখা ছাত্রলীগের মিছিল

দিনাজপুর: জঙ্গিবাদ, মৌলবাদ, বোমা হামলা প্রতিরোধে বিক্ষোভ মিছিল করেছে  হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শাখা ছাত্রলীগ।

মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে কেন্দ্রীয় ছাত্রলীগ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষাভ মিছিলটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ডি-বক্স চত্বরে শুরু হয়ে দিনাজপুর-ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ডি-বক্স চত্বরে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন হাবিপ্রবি ছাত্রলীগ নেতা নাহিদ আহমেদ নয়ন, মামুন অর রশিদ, নুর ইসলাম, সাদ্দাম হোসেন, জাহাঙ্গীর আলম রাসেল, ফাহিম আরশাদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ