ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

তিতাসে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন বর্জন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৭ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
তিতাসে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন বর্জন তিতাসে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন বর্জন

কুমিল্লা: কুমিল্লার তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী গোলাম সারোয়ার (আনারস) নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।

রোববার (১৬ এপ্রিল) বেলা পৌনে ২টায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলী আশরাফের (নৌকা) বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, জাল ভোট  প্রয়োগ এবং কেন্দ্র দখলের অভিযোগ এনে তিনি এ নির্বাচন বর্জন করেন।

জিয়াকান্দির নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে গোলাম সারোয়ার অভিযোগ করে বলেন, ‘অনুষ্ঠিত উপ-নির্বাচনটি প্রহসনের নির্বাচন।

সুষ্ঠু নির্বাচনের কোনো পরিবেশ ছিলো না। কেন্দ্র্র দখল, ভোট কারচুপির কারণে এ নির্বাচন বর্জনের ঘোষণা দেন’।

পাশাপাশি নির্বাচন কমিশনকে পুনরায় তফসিল ঘোষণা করে পুনঃনির্বাচনের দাবি জানান তিনি।

কুমিল্লার তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নে উপ-নির্বাচনে দুইজন প্রার্থী অংশ নেন। এ নির্বাচনে মোট ভোট কেন্দ্র ৯টি এবং মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ১৮২ ভোট।

২০১৬ সালে ৮ অক্টোবর চেয়ারম্যান মনির হোসেন সরকারকে হত্যা করার পর এ আসনটি শূন্য হয়।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
জিপি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ