ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

‘খালেদা নিজেই মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করেন না’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, মে ১৫, ২০১৭
‘খালেদা নিজেই মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করেন না’ লক্ষ্মীপুর জেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ

লক্ষ্মীপুর: আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, খালেদা জিয়া নিজেই মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করেন না। স্বাধীনতাও বিশ্বাস করেন না। যদি উনি মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করতেন এবং স্বাধীনতায় তার বিন্দুমাত্র আস্থা থাকতো, তাহলে মুক্তিযুদ্ধে আমাদের শহীদদের সংখ্যা নিয়ে কটাক্ষ করে বক্তব্য দিতেন না।

সোমবার (১৫ মে) দুপুর আড়াইটার দিকে লক্ষ্মীপুর জেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, খালেদা জিয়া বলেছেন ক্ষমতায় গেলে মুক্তিযোদ্ধাদের সম্মান দেবেন।

সম্মান তিনি কি দিয়েছেন, সেটা জাতি জানে। এ ধরনের ভাওতাবাজি দিয়ে জনগণকে বোকা বানানো যাবে না।

বিএনপির সময়ে কৃষকদের হত্যা করা হয়েছিল মন্তব্য করে তিনি বলেন, কৃষকরা তখন সার ও কীটনাশক পায়নি। বর্তমান সরকার কৃষকদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে বর্তমান সরকার কৃষিখাত ও  কৃষকদের উন্নয়নে বেশ কিছু প্রকল্প নিয়েছে।

জেলা কৃষক লীগের আহ্বায়ক ওমর হোছাইন ভুলুর সভাপতিত্ব ও যুগ্ম-আহ্বায়ক হিজবুল বাহার রানার সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক  ফরিদুন্নাহার লাইলী, কেন্দ্রীয় কৃষক লীগ সভাপতি মোতাহের হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক খন্দকার শামছুল হক রেজা, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের এমপি একেএম শাহজাহন কামাল, জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন প্রমুখ।

পরে ওমর হোছাইন ভুলুকে সভাপতি, মো. মানিককে সহ-সভাপতি, হিজবুল বাহার রানাকে সাধারণ সম্পাদক ও  মাহবুবুর রহমানকে যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, মে ১৫, ২০১৭
জিপি/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ