ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, মে ২৩, ২০১৭
ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

ময়মনসিংহ : ময়মনসিংহের ভালুকার হবিরবাড়ি ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আলমগীর কবিরের বিরুদ্ধে এক কলেজ ছাত্রী ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

তবে এ মামলার পর থেকে ধর্ষিতার পরিবার নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।

জানা যায়, ময়মনসিংহ মুসলিম গালর্স স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির এক শিক্ষার্থীকে কলেজে আসা-যাওয়ার পথে উত্যক্ত করতো আলমগীর ও তার সাঙ্গপাঙ্গরা।

পরে চলতি বছরের ১১ জানুয়ারি সকালে আলমগীরের নেতৃত্বে সাঙ্গপাঙ্গরা ওই ছাত্রীকে মাইক্রোবাসে তুলে নিয়ে অজ্ঞাত স্থানে জোরপূর্বক ধর্ষণ করে ফেলে রেখে চলে যায়।    

এ ঘটনায় গত ১৫ মে ধর্ষিতার বাবা বাদী হয়ে আলমগীরসহ ৩ জনকে আসামি করে কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

বাংলানিউজকে তিনি জানান, ধর্ষকরা হুমকি দিচ্ছে। এতে আমরা নিরাপত্তাহীনতায় রয়েছি।

এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বাংলানিউজকে বলেন, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। যে কোন সময়েই ছাত্রলীগ সভাপতি ও তার সাঙ্গপাঙ্গরা গ্রেফতার হবেন।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, মে ২৩, ২০১৭
এমএএএম/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ