ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

নতুন বাজেটকে স্বাগত জানিয়ে আ’লীগের মিছিল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, জুন ১, ২০১৭
নতুন বাজেটকে স্বাগত জানিয়ে আ’লীগের মিছিল

ঢাকা: নতুন ২০১৭-১৮ অর্থবছরের জন্য জাতীয় সংসদে অর্থমন্ত্রীর উত্থাপিত বাজেটকে স্বাগত জানিয়ে রাজধানীতে আনন্দ মিছিল করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতীম বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। 

বৃহস্পতিবার (১ জুন) দুপুরে সংসদে বাজেট ঘোষণার পর বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিল করে আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা। এ মিছিলের নেতৃত্ব দেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ।

 

এ মিছিলের পর সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মহানগরের নেতারা বক্তব্য রাখেন। এ সময় নেতারা বলেন, মধ্যম আয়ের দেশ গড়ার লক্ষ্যে সরকার একটি গণমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করেছে। এ বাজেট দেশের জন্য কল্যাণ, উন্নয়ন ও সমৃদ্ধি বয়ে আনবে। মধ্য আয়ের দেশ ছাড়িয়ে উন্নত দেশের দিকে জাতিকে নিয়ে যেতে এ বাজেট সহায়ক ভূমিকা রাখবে।  

এছাড়া বিকেলে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও নিজ নিজ সংগঠনের ব্যানারে বাজেটকে স্বাগত জানিয়ে পৃথক পৃথক আনন্দ মিছিল বের করে।  

বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়তন কেন্দ্রে (টিএসসি) এলাকায় আনন্দ মিছিল করে ছাত্রলীগ।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, জুন ০১, ২০১৭ 
এসকে/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ