ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

ঠাকুরগাঁওয়ে গাঁজা-ইয়াবাসহ ছাত্রলীগ সভাপতি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৫ ঘণ্টা, জুন ৫, ২০১৭
ঠাকুরগাঁওয়ে গাঁজা-ইয়াবাসহ ছাত্রলীগ সভাপতি আটক তুহিন ইসলাম (মাঝে)

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তুহিন ইসলামকে (২৪) গাজা ও ইয়াবাসহ আটক করেছে পুলিশ।

সোমবার (৫ জুন) দিনগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শিবগঞ্জ বাজার মধ্য গারপূগী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

তুহিন জামালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নজরুল ইসলামের ছেলে।

ঠাকুরগাঁও সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. সিফাত হোসেন বাংলানিউজকে জানান, তুহিন দীর্ঘদিন থেকে মাদক বিক্রির সঙ্গে জড়িত থেকে ব্যবসা করে আসছিলেন। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল পারপূগী এলাকায় অভিযান চালালে হাতেনাতে তুহিনকে মাদক সেবনকালে আটক করা হয়।

এ সময় তার দেহ তল্লাশি করে ২০ পিস ইয়াবা ও ১৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। আটক তুহিনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্ততি চলছে বলেও জানান পরিদর্শক সিফাত হোসেন।

বাংলাদেশ সময় : ০৫১২ ঘণ্টা, জুন ০৬, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ