ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

বিএনপির ক্ষমতার চিন্তা বোকার স্বর্গে বাস: ওবায়দুল কাদের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, জুন ৭, ২০১৭
বিএনপির ক্ষমতার চিন্তা বোকার স্বর্গে বাস: ওবায়দুল কাদের

ঢাকা :  আগামী নির্বাচনে (২০১৮)বিএনপির ক্ষমতায় যাওয়ার চিন্তা বোকার স্বর্গে বাস বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, খালেদা জিয়া বলেছিলেন আওয়ামী লীগ ৩০টি আসনও পাবে না। ২০০৮ সালের নির্বাচনে তার দল বিএনপিই ৩০টি আসন পায়নি।

তারা এখন আবার ২০১৮ সালে ক্ষমতায় যাওয়ার কথা ভাবে। তাদের এই ভাবনা বোকার স্বর্গে বসবাস।

ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে বুধবার(৭ জুন) বিকেলে  ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণ যৌথভাবে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথিরি বক্তব্যে তিনি এ কথা বলেন।

আলোচনা সভায় ৭ জুনের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, আজ আমরা বলতে পারি- ২০০৯ সালে সরকার গঠনের সময় এই দেশে গড় আয় ছিল ৫শ’ ডলার। সেই দেশে আজ গড় আয় ১৬০০ মার্কিন ডলারের দিকে চলে গেছে। এরই নাম হচ্ছে অর্থনৈতিক মুক্তি। শেখ হাসিনার সরকার আজ সারা পৃথিবী থেকে প্রশংসা এবং সমর্থন কুড়াচ্ছে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন ২০১৮ সাল হবে জনগণের বছর। তার মানে তারা ক্ষমতায় আসবে এমন একটা ভাব। তারা মনে করছেন, ২০০১ সালে যা হয়েছে, ২০১৮ সালেও তার পুনরাবৃত্তি ঘটবে। এটা যদি মনে করেন, তাহলে বোকার স্বর্গে বাস করছেন। ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকার সাইকেল ফেডারেশন পর্যন্ত বিলুপ্ত করেছিল। সাইকেল ফেডারেশনের সাথে নির্বাচনের কি সম্পর্ক?

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্যে তিনি বলেন, ফখরুল সাহেব ওইদিন আর ফিরে আসবে না। ২০১৮ সালে শেখ হাসিনার নেতৃত্ব আমরা বিজয়ী হব এবং আওয়ামী লীগ বিজয়ের হ্যাট্রিক করবে।

আপনারা নিজেদের ভুলে একবার ইলেকশন করেনি। ২০১৮ সালের নির্বাচনে কি হবে আমি এই মুহূর্তে বলতে পারছি না। তবে ওই নির্বাচনে পরাজয়ে আপনাদের হ্যাট্রিক হবে, এটা বলতে পারি।

তিনি বলেন, আমাদের জীবন থেকে ছয় দফা দিবস অনেকটা হারিয়েই গেছে। আওয়ামী লীগ ছাড়া, এখন আর কেউ এই দিনের চেতনা ধারণ করে না। যারা ৭ জুন পালন করে না, তারা ৭ মার্চও পালন করে না। ৭ মার্চ ৭ জুনের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা। যারা মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শে বিশ্বাস করে না, তারাই ৭ মার্চ ও ৭ জুন পালন করে না।

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্যে বলেন,  আমরা কখনো বলিনি, আপনাদের কারাগারে রেখে নির্বাচন করব। ২০১৪ সালের নির্বাচনে আপনাদেরকে বারবার আমন্ত্রণ জানিয়েছিলাম। কিন্তু আপনারা সেই নির্বাচনে আসেন নাই। কারণ জনগণের রায়ের প্রতি আপনাদের কখনো শ্রদ্ধা ও আস্থা ছিল না। আপনারা সবসময় ষড়যন্ত্রের পথে ক্ষমতায় এসেছেন। সেই ষড়যন্ত্রের মাধ্যমেই আপনারা ক্ষমতায় আসতে চেয়েছিলেন। তাই নির্বাচন বানচালের চেষ্টা করেছিলেন। কিন্তু পারেননি, ব্যর্থ হয়েছেন। পেট্রোল দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করেছেন। স্বজন হারানো পরিবাররা এই বিচার চায়। আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই আপনাদের নির্দোষ প্রমাণ করতে হবে।

ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দিপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, একেএম এনামুল হক শামীম, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, জুন ৭, ২০১৭
এসকে/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ