ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

হামলার প্রতিবাদে বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, জুন ১৮, ২০১৭
হামলার প্রতিবাদে বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের মানববন্ধন ছবি: ব‍াংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়ায় স্বেচ্ছাসেবকলীগ নেতা আসাদুজ্জামান আকাশের ওপর হামলাকারী যুবদলের চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে স্বেচ্ছাসেবক লীগ।

রোববার (১৮ জুন) দুপুরে শহরের সাতমাথা শহর স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের অর্থ সম্পাদক কোয়েল ইসলাম, শহর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শহিদুল ইসলাম বাপ্পি, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন বাবুল, শহিদ হোসেন পাশা, জিহাদ সরকার, হোসেন শেখ, মোহাম্মদ আলী, নাইম খান, আতিক হাসান মানিক, এসএম সোহাগ,নিরব শেখ, রায়হান শেখ, সাইদুল ইসলাম, ফাহিম হাসান, রওশন আলী, মেহেদি হাসান রাজ, মেজবাউল আলম, শহিদুল ইসলাম হিরা, রুহুল আমিন প্রমুখ।

বক্তারা আকাশের ওপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করতে পুলিশ প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন। এ সময়ের মধ্যে পুলিশ সন্ত্রাসীদের গ্রেফতারে ব্যর্থ হলে স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে ধারাবাহিক কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, জুন ১৮, ২০১৭
এমবিএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ