ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

যারা গ্রহণযোগ্য নন তারা মনোনয়ন পাবেন না

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, জুন ২০, ২০১৭
যারা গ্রহণযোগ্য নন তারা মনোনয়ন পাবেন না

ঢাকা: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিভিন্ন জরিপে যারা গ্রহণযোগ্য নন তারা মনোনয়ন পাবেন না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

মঙ্গলবার (২০ জুন) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে যুবলীগের ইফতার মাহফিলে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।

কাদের বলেন, যেসব প্রার্থীর জয় পাওয়ার মতো অবস্থান নেই তারা মনোনয়োন পাবেন না।

বিকল্পদের দেওয়া হবে।

ঈদকে সামনে রেখে মহাসড়কে যাতায়াত প্রসঙ্গে তিনি বলেন, মানুষ যেন সড়কে দুর্ভোগে না পড়েন সে জন্য যুবলীগ নেতা-কর্মীরা সহযোগিতা করবেন। শেখ হাসিনার পক্ষ থেকেই এ আহ্বান জানাই। এছাড়া যুবলীগ দেশব্যাপী দুর্গত মানুষকে সহায়তায় এগিয়ে আসবে সে আহ্বানও জানাচ্ছি।

সংগঠনের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদও এ সময় বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, জুন ২০, ২০১৭
এমইউএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ