ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

পীরগঞ্জের ৩ ইউনিয়নে নির্বাচনী তফসিল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, জুন ২৩, ২০১৭
পীরগঞ্জের ৩ ইউনিয়নে নির্বাচনী তফসিল মানচিত্র

রংপুর (পীরগঞ্জ): রংপুরের পীরগঞ্জ উপজেলার ৮নং রায়পুর, ৯নং পীরগঞ্জ (সদর) ও ১৩নং রামনাথপুর ইউনিয়নের নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। 

উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করীম এ তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী আগামী ৪ জুলাই মনোয়নপত্র দাখিল, ৬ জুলাই মনোনয়ন যাছাই-বাছাই, ১৩ জুলাই প্রর্থিতা প্রত্যাহার এবং ৩০ জুলাই ভোটগ্রহণ।

জানা যায়, উপজেলার মোট ১৫টি ইউনিয়নের মধ্যে ৯নং পীরগঞ্জ (সদর) আংশিক নবগঠিত পৌরসভায় সম্পৃক্ত হওয়ায় এবং ৮নং রায়পুর ও ১৩নং রামনাথপুর ইউনিয়ন মামলাজনিত কারণে উচ্চ আদালতের নির্দেশে প্রায় একবছর নির্বাচন স্থগিত থাকার পর এই তফসিল ঘোষিত হলো।

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, জুন ২৩, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ