ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

শেকড় থেকে সরে যাওয়ার সুযোগ নেই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, জুন ২৪, ২০১৭
শেকড় থেকে সরে যাওয়ার সুযোগ নেই আমন্ত্রিতদের মাঝে ওবায়দুল কাদের। ছবি: বাংলানিউজ

ঢাকা: সাংস্কৃতিক অঙ্গনে অন্তর্দ্বন্দ্ব প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সময়ের পরিবর্তনে কৌশলের পরিবর্তন হতে পারে। কিন্তু কোনো অবস্থায়ই শেকড় থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নেই।

শনিবার (২৪ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র কেন্দ্রে (টিএসসি) বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

এতে অংশ নেন সাংস্কৃতিক অঙ্গনের শিল্পী-কলাকুশলীরা।
 
ওবায়দুর কাদের বলেন, রাজনীতিতে অনেক সময় ভুল বোঝাবুঝি থাকতে পারে। আবার সময়ের পরিবর্তনে কৌশলগত পরিবর্তন হতে পারে। কিন্তু কোনো অবস্থায়ই শেকড় থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নেই।

পরে মন্ত্রী বাংলানিউজকে জানান, তিনি পবিত্র ঈদুল ফিতরের নামাজ তার নির্বাচনী এলাকা ও গ্রামের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জে আদায় করবেন।

পরিবার-পরিজন এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে নামাজ আদায় শেষে ঈদের দিনই তিনি ঢাকায় ফিরবেন।
 
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, জুন ২৪, ২০১৭
এসএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ