ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

ঢাকা উত্তরে ৪২ থানা-ওয়ার্ড-ইউপিতে আ.লীগের কমিটি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, জুলাই ৫, ২০১৭
ঢাকা উত্তরে ৪২ থানা-ওয়ার্ড-ইউপিতে আ.লীগের কমিটি

ঢাকা: ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ ৪২টি থানা, ওয়ার্ড ও ইউনিয়নে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে।

বুধবার (৫ জুলাই) দলের এ শাখার সাধারণ সম্পাদক সাদেক খান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি এ কে এম রহমতউল্লাহ ও সাধারণ সম্পাদক মো. সাদেক খান শাখার ১২টি থানা এবং ৩০টি ওয়ার্ড-ইউনিয়নে আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছেন।

কমিটি ঘোষিত থানাগুলো হলো- মোহাম্মদপুর, আদাবর, মিরপুর, শাহ আলী, দারুসসালাম, বাড্ডা, ভাটারা, রামপুরা, গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট ও ভাষান টেক।

ওয়ার্ডগুলো হলো- ২১, ৯৭, ২৩, ৯৮, ২২, ১৫, ১৮, ১৯, ২০, ৯৫, ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩, ৩৪, ১০০, ০৭, ০৮, ০৯, ১০, ১১, ১২ ও ৯৩ নম্বর ওর্য়াড। আর ইউনিয়নগুলো হলো- বাড্ডা, ভাটারা, সাতারকুল, বেরাইদ ও ক্যান্টনমেন্ট।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৭
এমইউএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ