ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

খুলনায় যুবলীগকর্মী খুন, আটক ৩

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫০ ঘণ্টা, জুলাই ৮, ২০১৭
খুলনায় যুবলীগকর্মী খুন, আটক ৩

খুলনা: খুলনায় হারুনুর রশীদ সুমন (৩৫) নামের এক যুবলীগকর্মীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তিন যুবলীগকর্মীকে আটক করা হয়েছে।

শনিবার (০৮ জুলাই) ভোরে মহানগরীর শেরে-বাংলা রোড আমতলা এলাকার নর্থখাল ব্যাংক রোডে এ ঘটনা ঘটে।  

মহানগরীর পশ্চিম বানিয়াখামার শাকিল ম্যানসনের ভাড়াটিয়া হিসেবে সেখানে বসবাস করতেন হারুনুর রশীদ সুমন।

তার বাবার নাম মৃত খান আবু হাসান।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (০৭ জুলাই) দিনগত রাত দেড়টার দিকে সন্ধ্যাবাজার থেকে সুমনকে যুবলীগ নেতা শেখ সেলিম ধরে নিয়ে যায়। তারা নর্থখাল ব্যাংক রোডের একটি ক্লাবে তাকে আটকে রেখে মারধর এবং কুপিয়ে জখম করে। ঘটনাটি একজন রিকশা চালক দেখে সুমনের ছোট ভাই ব্যাংক কর্মকর্তা খান জাহিরুল রশীদকে খবর দেন।  

তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে সুমনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করান। ভোরের দিকে চিকিৎসাধীন অবস্থায় সুমন মারা যায়।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে শনিবার বেলা সাড়ে ১১টায় বলেন, পুলিশ‍ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত যুবলীগ নেতা সেলিম শেখ (৩১), তার শ্যালক রাসেল (২৫) ও রাজু হাওলাদারকে (২৮) আটক করেছে।
 
বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৭
এমআরএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ