ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

প্রতিনিধি সম্মেলন ঘিরে খুলনা আ’লীগে উৎসবের আমেজ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৬ ঘণ্টা, জুলাই ৮, ২০১৭
প্রতিনিধি সম্মেলন ঘিরে খুলনা আ’লীগে উৎসবের আমেজ

খুলনা: খুলনা আওয়ামী লীগের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন রোববার (৯ জুলাই)।

সম্মেলনকে ঘিরে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীর মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। ওই দিন সকাল ১০টায় খুলনা জেলা স্টেডিয়ামে এ বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবে।

খুলনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান বাবু বাংলানিউজকে বলেন, প্রতিনিধি সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে প্রাণচাঞ্চল্য। নেতাকর্মীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

তিনি জানান, সম্মেলন সফলের জন্য মহানগর, জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ডসহ বিভিন্ন ইউনিটে আলোচনা সভা, সমাবেশ ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হচ্ছে।

খুলনা মহানগর আওয়ামী লীগের দফতর সম্পাদক মুন্সি মাহবুব আলম সোহাগ বাংলানিউজকে জানান, সম্মেলনের সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। সম্মেলন প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম মেম্বর পীযুষ কান্তী ভট্টাচার্য।

তিনি আরও জানান, সভায় সম্মানিত অতিথি থাকবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দিন এমপি। বিশেষ অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান, আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান এমপি, সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, নির্বাহী কমিটির সদস্য পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মীর্জা আজম এমপি, নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা এস এম কামাল হোসেন, নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট আমিরুল ইসলাম মিলন ও নির্বাহী কমিটির সদস্য পারভীন জামান কল্পনা।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৭
এমআরএম/এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ