ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

আ’লীগের খুলনা বিভাগীয় প্রতিনিধি সভা শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩২ ঘণ্টা, জুলাই ৯, ২০১৭
আ’লীগের খুলনা বিভাগীয় প্রতিনিধি সভা শুরু আ’লীগের খুলনা বিভাগীয় প্রতিনিধি সভা শুরু

খুলনা জেলা স্টেডিয়াম থেকে: আওয়ামী লীগের খুলনা বিভাগীয় প্রতিনিধি সভা শুরু হয়েছে।

রোববার (৯ জুলাই) সকাল ১১টা ১৫ মিনিটে কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে খুলনা জেলা স্টেডিয়ামে এ বিভাগীয় প্রতিনিধি সভা শুরু হয়েছে।

সভাকে ঘিরে মিলন মেলা ঘটেছে তৃণমূল নেতাদের।

সভা মাঠে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীর মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। তাদের মুখ থেকে তৃণমূলের কথা শুনবেন কেন্দ্রীয় নেতারা।

সভায় প্রধান অতিথি রয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এতে সভাপতিত্ব করছেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম মেম্বর পীযুষ কান্তি ভট্টচার্য।

সম্মানিত অতিথি রয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দিন এমপি। বিশেষ অতিথি রয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান, আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান এমপি, সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, নির্বাহী কমিটির সদস্য পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মীর্জা আজম এমপি, নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা এস এম কামাল হোসেন, নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট আমিরুল ইসলাম মিলন, নির্বাহী কমিটির সদস্য পারভীন জামান কল্পনা।

সভায় খুলনা বিভাগের ১০জেলার দলীয় সংসদ সদস্য, মন্ত্রী, জেলা পরিষদের চেয়ারম্যান, পৌর চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যার ও কাউন্সিলর এবং ১০জেলার, মহানগর এবং উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, ইউনিয়ন, ওয়ার্ড  আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত রয়েছেন।

এদিকে সভা এলাকায় তিন স্তরের নিরবিচ্ছিন্ন নিরাপত্তা ব্যবস্থা গড়েছে পুলিশ। নিরাপত্তার অংশ হিসেবে জেলা স্টেডিয়ামের তিনটি গেটে বসানো হয়েছে আর্চওয়ে। এই আর্চওয়ের মধ্য দিয়ে প্রত্যেক প্রতিনিধিকে সভাস্থলে পৌঁছাতে হচ্ছে। এছাড়াও স্টেডিয়ামের ভেতরে বাইরে বসানো হয়েছে ৩২টি ক্লোজ সার্কিট ক্যামেরা।

বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা,  জুলাই ০৯, ২০১৭
এমআরএম/এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ