ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

লক্ষ্মীপুরে আ.লীগ নেতাকে পিটিয়ে আহত 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, জুলাই ১২, ২০১৭
লক্ষ্মীপুরে আ.লীগ নেতাকে পিটিয়ে আহত 

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় ফয়েজ উল্লাহ জিসান নামে আওয়ামী লীগের এক স্থানীয় নেতাকে বেদম পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। 

বুধবার (১২ জুলাই) সন্ধ্যায় উপজেলা ডাকবাংলোর পাশের একটি দোকানে এ হামলার ঘটনা ঘটে।  

আহত আওয়ামী লীগ নেতা ফয়েজ উল্লাহ জিসান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক।

তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সৈকত মাহমুদ সামছুর ভাই সম্রাট কয়েকজন সহযোগীকে নিয়ে জিসানের ওপর হামলা চালায়। এসময় তাকে বেদম পিটিয়ে আহত করে মোটরসাইকেলযোগে হামলাকারীরা পালিয়ে যায়। জিসানের হাত-পাসহ শরীরের বিভিন্ন অংশে জখমের হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতা জানায়, আগামী ১৫ জুলাই (শনিবার) উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে আতংক সৃষ্টি করতেই তার ওপর এ হামলা চালানো হয়েছে।  

আহত জিসান আওয়ামী লীগ নেতা শাহজাহানের অনুসারী বলে জানা গেছে।

রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান এ ঘটনাটিকে ন্যাক্কারজনক উল্লেখ করে হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতারে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া বাংলানিউজকে বলেন, ঘটনাটি কেউ পুলিশকে জানায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, জুলাই ১২, ২০১৭
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ