ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

শিবিরকর্মী সন্দেহে চার শিক্ষার্থীকে পেটালো ছাত্রলীগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৭
শিবিরকর্মী সন্দেহে চার শিক্ষার্থীকে পেটালো ছাত্রলীগ শিবিরকর্মী সন্দেহে চার শিক্ষার্থীকে পেটালো ছাত্রলীগ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে শিবিরকর্মী সন্দেহে ৪ কলেজ ছাত্রকে পিটিয়ে পুলিশে দিলো লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা। রোবববার (১৬ জুলাই) বিকেলে কলেজ সংলগ্ন ইব্রাহিম ম্যানশন ভবনের ব্যাচেলর ম্যাচ থেকে তাদের ধরে এনে মারধর করে থানা পুলিশে সোপর্দ করে করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বেশ কয়েকটি ইসলামিক বই ও মার্বেল পাওয়া যায়।

আটক ছাত্ররা হলেন- নুর হোসেন, রাসেল উদ্দিন, শাহাদাত হোসেন ও জাফর আহম্মেদ। তারা লক্ষ্মীপুর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র বলে জানা গেছে।

তবে তারা ছাত্রশিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত কিনা তা জানা যায়নি।

সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মারবেল ও জিহাদি বইসহ ৪ জনকে আটক করে পুলিশ দেওয়া হয়েছে। তবে তাদের মারধর করার বিষয়টি অস্বীকার করেন তিনি।

লক্ষ্মীপুর মডেল থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) একেএম ফজলুল হক বলেন, চার ছাত্রকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৭
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ