ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

প্রক্সি দিতে গিয়ে গ্রেফতার সেই ছাত্রলীগ নেতা বহিষ্কার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, জুলাই ২১, ২০১৭
প্রক্সি দিতে গিয়ে গ্রেফতার সেই ছাত্রলীগ নেতা বহিষ্কার

রাজশাহী: অন্যের হয়ে পরীক্ষায় (প্রক্সি) দিতে গিয়ে গ্রেফতার হওয়া ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার এক নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

শুক্রবার (২১ জুলাই) রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
বহিষ্কৃত ছাত্রলীগ নেতা সাব্বির হোসেন বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, মো. সাব্বির হোসেনকে (যুগ্ম সাধারণ সম্পাদক, রাহশাহী বিশ্ববিদ্যালয় শাখা) শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো। ’

এর আগে গত মঙ্গলবার (১৮ জুলাই) রাজশাহীর মোহনপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি (পাস) পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থী হিসেবে পরীক্ষা দিচ্ছিলেন সাব্বির। এ সময় কলেজ কর্তৃপক্ষ তাকে আটক করে মোহনপুর থানায় সোপর্দ করে।
 
পরদিন বুধবার সকালে ‘পাবলিক পরীক্ষায় জালিয়াতি’র মামলা দিয়ে তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ রাজশাহীতে নেওয়া হলে আদালত সাব্বিরকে কারাগারে পাঠানোর নির্দেশদেন।

বাংলাদেশ সময়: ০০৩৭ ঘণ্টো, জুলাই ২২, ২০১৭
এসএস/এসএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ