ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

বরিশালে মিছিল নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপে মারামারি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
বরিশালে মিছিল নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপে মারামারি

বরিশাল: বরিশালে স্বাস্থ্যমন্ত্রীকে স্বাগত জানিয়ে মিছিল করাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।

রোববার (২৩ জুলাই) দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের স্টাফ কেন্টিনের সামনে এ ঘটনা ঘটে। এতে বরিশাল ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) ছাত্রলীগ নেতা শরিফুল ইসলাম এবং শাকিল আহম্মেদ আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সফরে আসেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তাকে শুভেচ্ছা জানিয়ে মিছিল করাকে কেন্দ্র করে আইএইচটি ছাত্রলীগের শরিফুল ইসলাম ও শাকিল আহম্মেদের মধ্যে বিরোধ দেখা দেয়। এক পর্যায়ে তা মারামারিতে রূপ নেয়।
 
তবে মারামারির কোনো খবর পাওয়া যায়নি বলে বাংলানিউজকে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডেল থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক সত্য রঞ্জন।

বাংলাদেশ সময়: ২০২০ ঘন্টা, জুলাই ২৩, ২০১৭
এমএস/জিওয়াই/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ