ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

ছাত্রলীগ নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৭
ছাত্রলীগ নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ছাত্রলীগ কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান

পটুয়াখালী: কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেছেন, ছাত্রলীগের সকল নেতা-কর্মীকে একই কাতারে শামিল হতে হবে। কেননা আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগ তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীক বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত এক সমাবেশে তিনি এ আহ্বান জানান।

সেই সঙ্গে তিনি কলাপাড়া উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের ছাত্রলীগের সংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতেও নির্দেশনা দেন।

কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য মাহবুবুর রহমানে নেতৃত্বে উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে সাইফুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান, জেলা আওয়ামী লীগের নেতা জোবায়দুল হক রাসেল, কলাপাড়া আওয়ামী লীগের সহ-সভাপতি সুলতান মাহমুদ, ছাত্রলীগ উপজেলা সভাপতি মাহমুদুল হাসান সুজন মোল্লা, সাধারণ সম্পাদক কাউন্সিলর নাসির উদ্দিন সোহাগ প্রমুখ।

বাংলা‌দেশ সময়: ১৯২৯ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৭
এমএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ