ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

‍পবিপ্রবি শাখা ছাত্রলীগের নতুন কমিটি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৭
‍পবিপ্রবি শাখা ছাত্রলীগের নতুন কমিটি

পটুয়াখালী: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শাখা ছাত্রলীগের নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

নতুন এ কমিটিতে সভাপতি করা হয়েছে মোশায়েদুল ইসলাম সাদীকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে রকিবুল ইসলামকে।

কমিটির অন্যান্য পদের মধ্যে আটজন সহ-সভাপতি হলেন মো. কাকন মিয়া, মো. মাসুদ কাজী, তাপস কর্মকার, মো. রেশাস হোসাইন, আমজাদ হোসেন সজল, বায়েজিদ শুভ, ইমরান হাওলাদার ও নাহিদুল ইসলাম চৌধুরী।

চারজন যুগ্ম সাধারণ সম্পাদক হলেন, আরিফুর রশিদ প্রিন্স, মো. নাজমুল হাসান রাজু, মো. নাঈম হোসেন ও এবিএম ইমরান হোসেন।

পাশাপাশি সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মো. সাকিব খান, মনিরুজ্জামান পাপউ, শুভ জ্যোতি চক্রবর্তী, সুপ্রিয় নাথ প্রিন্স, মো. রহমত উল্লাহ রিফাত, মো. রাশেদ ইমামসহ ছয়জনকে। এছাড়া এ কমিটিতে কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ সম্পাদক করা হয়েছে এস এম শাহরিয়ার মিল্টন ও শুভ সহাকে।

কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন এ কমিটিকে এক বছরের জন্য অনুমোদন দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৭
এমএস/এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ