ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৭
স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা

বগুড়া: আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ায় আনন্দ শোভাযাত্রা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেলে শহরের সাতমাথা সংলগ্ন টেম্পলরোডের দলীয় কার্যালয়ের সামনে থেকে এ শোভাযাত্রা বের করা হয়।
 
জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আয়োজিত আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

যা শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
 
সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন বলেন, ১/১১-এর সরকারের সময় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রেফতার হওয়ার পর তার মুক্তির দাবিতে রাজপথে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা যে ভূমিকা পালন করেছে তা দেশের জনগণ ভুলে যায়নি।
 
সমাবেশে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুর রহমান দুলু, দফতর সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন নবাব, রফি নেওয়াজ খান রবিন, আবু সুফিয়ান সফিক, মাফুজুল ইসলাম রাজ, তৌহিদুর রহমান মানিক, আল রাজি জুয়েল, মাহফুজুল ভূঁইয়া রুমেল, আবু জাফর সিদ্দিক রিপন, নিকুঞ্জ কুমার, সাজেদুর রহমান শাহিন, জুলফিকার রহমান শান্ত, লুৎফুল বারী বাবু, কামরুজ্জামান মাসুদ, মনিরুজ্জামান, কোয়েল ইসলাম, রিয়াদ, শহিদুল ইসলাম বাপ্পি, রুহুল আমিন বাবুল, নাসিমুল বারী নাসিম, নাজমুল কাদির শিপন, মহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।  

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৭
এমবিএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ