ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

সাংবাদিকদের ওপর হামলায় শাবি ছাত্রলীগ সভাপতিকে অব্যাহতি

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৭
সাংবাদিকদের ওপর হামলায় শাবি ছাত্রলীগ সভাপতিকে অব্যাহতি

সিলেট (শাবিপ্রবি): সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগের সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থকে সংগঠনের সবরকমের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে কেন্দ্র।

বৃহস্পতিবার (২৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে ছাত্রলীগের কেন্দ্রীয় দফতর সম্পাদক দেলোয়ার হোসেন শাহাজাদা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সঞ্জীবনের অব্যাহতিতে শাবিপ্রবি ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে সহ-সভাপতি রুহুল আমিনকে।

কমিটির কার্যক্রমের ওপর স্থগিতাদেশ তুলে নেওয়া হয়েছে।

আগামী ১০ সেপ্টেম্বর শাখা ছাত্রলীগের সম্মেলন আহ্বান করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ