ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

বরগুনায় স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৭
বরগুনায় স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরগুনায় স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরগুনা: আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে বরগুনা পালিত হয়েছে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী।

বৃহস্পতিবার (২৭ জুলাই) দলীয় কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কেএম আবদুর রশিদ।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুল মোতালেব মৃধা, সাংগঠনিক সম্পাদক রইসুল আলম রিপন, প্রচার সম্পাদক অ্যাডভোকেট ভূবন চন্দ্র হাওলাদার।

এছাড়াও উপস্থিত ছিলেন-সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা কৃষকলীগের আহ্বায়ক আজিজুল হক স্বপন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলার বদরখালী ইউনিয়নের চেয়ারম্যান শরীফ ইলিয়াছ আহম্মেদ স্বপনসহ আওয়ামী ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

বাংলাদেশ সময়: ০০৫৫ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৭
এমএফআই/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ