ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

খালেদা লন্ডনে ষড়যন্ত্র করছেন কিনা খোঁজ নেওয়া হচ্ছে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৮ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৭
খালেদা লন্ডনে ষড়যন্ত্র করছেন কিনা খোঁজ নেওয়া হচ্ছে সম্পাদক মণ্ডলির সভা শেষে প্রেস ব্রিফিং

ঢাকা: বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডনে গিয়ে কী ষড়যন্ত্র করছেন সেটা সরকারি ও দলীয়ভাবে খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (৩০ জুলাই) দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদক মণ্ডলীর সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, বিএনপি ষড়যন্ত্রের চোরাবালি খুঁজে বেড়াচ্ছে।

খালেদা লন্ডন গিয়ে কী ধরনের ষড়যন্ত্র করছেন সেটা আমরা সরকারিভাবে খোঁজখবর করছি।

সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের জানান, সম্প্রতি ক্রসফায়ার নিয়ে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারের কারণে আওয়ামী লীগের ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমানকে শোকজ করা হবে।

সংসদ সদস্য এনামুরের সাক্ষাৎকার নিয়ে যে সমালোচনা হচ্ছে, আমাদের কাছে এমন অভিযোগ এসেছে। আমরা বিষয়টিকে সিরিয়াসলি নিচ্ছি, তাকে (এনামুর) শোকজ করা হচ্ছে। সম্পাদক মন্ডলীর সভায় সিদ্ধান্ত এ হয়েছে।

এছাড়া বগুড়ায় শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে যে ঘটনার অভিযোগ এসেছে সেটা আমাদের সহযোগী সংগঠনের ব্যাপার। এ ব্যাপারে আমরা যেহেতু সরাসরি কোনো সিদ্ধান্ত নিতে পারি না, তাই সম্পাদক মন্ডলীর সভায় সিদ্ধান্ত মতে সহযোগী সংগঠনের নেতাদের দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

দলের আয়-ব্যয়ের হিসাব সোমবার (৩১ জুলাই) নির্বাচন কমিশনের কাছে উপস্থাপন করা হবে উল্লেখ করে ক্ষমতাসীন দলের এ নেতা বলেন, আমরা কয়েক মাস ধরে কাজ করে হিসাব শেষ করেছি। শোকাবহ আগষ্টে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি যথাযত ভাবে পালনের ব্যাপারে সম্পাদক মন্ডলীর সভায় আলোচনা হয়েছে বলেও তিনি জানান।

বাংলাদেশ সময়: ১২৪৭ জুলাই ৩০, ২০১৭
এসকে/আরআইএস/এসএনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ