ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

‘শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের রোল মডেল’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৭
‘শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের রোল মডেল’ বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠান/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রস্ফুটিত হয়েছে বলে মন্তব্য করেছেন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইমদাদুল হক সেলিম।

সোমবার (৩১ জুলাই) দুপুরে জেলার ফুলবাড়িয়ায় তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ বন্তব্য করেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গোটা দেশে যে উন্নয়ন সাধিত হয়েছে তা অতীতে কোনো সরকার করতে পারেনি।

গোটা বিশ্বে তার উন্নয়ন কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হয়েছেন।

এ সময় আরও বক্তব্য রাখেন- বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আজিজুর রহমান, স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লীরা তরফদার, ফুলবাড়িয়া পৌরসভার মেয়র মো. গোলাম কিবরিয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৭
এমএএএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ