ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

সিলেটে আওয়ামী লীগের শোক র‌্যালি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, আগস্ট ১, ২০১৭
সিলেটে আওয়ামী লীগের শোক র‌্যালি সিলেটে আওয়ামী লীগের শোক র‌্যালি

সিলেট: সিলেটে শোক র‌্যালি করেছে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (০১ আগস্ট) দুপুরে নগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে বের হওয়া র‌্যালি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির দড়িতে ঝুলানোর দাবি জানানো হয়।  

র‌্যালি পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় সদস্য, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনককে স্বপরিবারে হত্যার করে খুনিচক্র বাঙালি জাতীয়তাবাদকে হত্যা করেছে। ফাঁসির দণ্ডপ্রাপ্ত খুনিরা এখনো বিদেশে পালিয়ে বেড়াচ্ছে। তাদের দেশে এনে রায় কার্যকরের মাধ্যমে বাঙালি জাতিকে কলঙ্কমুক্ত করতে হবে।  

বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে শোককে শক্তিকে পরিণত করে বঙ্গবন্ধুর সোনারবাংলা গড়ার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৭
এনইউ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ