ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

গৌরীপুরে যুবদল নেতা পেলেন যুবলীগের পদ, তোলপাড়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, আগস্ট ১, ২০১৭
গৌরীপুরে যুবদল নেতা পেলেন যুবলীগের পদ, তোলপাড় ডৌহাখলা ইউনিয়ন যুবদলের তালিকা/সংগৃহিত

ময়মনসিংহ: ময়মনসিংহের গৌরীপুরে ডৌহাখলা ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি তোফাজ্জল হোসেন মানিককে যুবলীগের সাধারণ সম্পাদক করা হয়েছে। এ ঘটনায় দলীয় রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হয়েছে।

মূলত দলীয় সংসদ সদস্য অ্যাডভোকেট নাজিম উদ্দিনের ছেলে রাজিবের ঘনিষ্ঠ হওয়ার সুবাধেই যুবদল নেতা এক দৌড়ে যুবলীগের পদ ভাগিয়ে নিয়েছেন, এমন অভিযোগ দলের ভেতরে-বাইরে।

জানা যায়, গত রোববার (৩০ জুলাই) সম্মেলনের মাধ্যমে উপজেলা ডৌহাখলা ইউনিয়ন যুবলীগের এ কমিটি গঠিত হয়।

স্থানীয় উপজেলা যুবলীগ দলীয় সংসদ সদস্য অ্যাডভোকেট নাজিম উদ্দিনের উপস্থিতিতেই এ কমিটি ঘোষণা করেন।

দলীয় সূত্র জানা যায়, মানিককে এ পদ দেওয়ার ব্যাপারে ঘোরবিরোধী ছিলেন দলীয় নেতা-কর্মীরা। কিন্তু স্থানীয় সংসদ সদস্যের ছেলের হস্তক্ষেপেই তাকে এ পদ দেওয়া হয়।

খোদ দলীয় সভানেত্রী শেখ হাসিনা যেখানে আওয়ামী লীগে অনুপ্রবেশকারীদের তালিকা করতে নির্দেশ দিয়েছেন ঠিক সেই সময়ে যুবদল নেতার যুবলীগ নেতা বনে যাওয়ায় হতবাক দলীয় নেতা-কর্মীরা।

এ বিষয়ে গৌরীপুর উপজেলা যুবলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান ছানাউল হক বলেন, আগে মানিক যুবদল করতো। গত উপ-নিবার্চনে যুবলীগে যোগ দিয়ে এখন সে যুবলীগে গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন।

তবে, এসব অভিযোগের বিষয়ে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হাসান আজাদ লিটন বাংলানিউজকে বলেন, মানিক যুবদলের পদে ছিলো এটা আমিও শুনেছি। তবে যুবলীগের গঠনতন্ত্রে নেই আগে অন্য দল করলে যুবলীগ করা যাবে না। আর তার পদ প্রাপ্তিতে সংসদ সদস্যের ছেলের কোনো হস্তক্ষেপ ছিলো না।

এ ব্যাপারে ইউনিয়ন যুবলীগের পদ পাওয়া তোফাজ্জল হোসেন মানিক বাংলানিউজকে বলেন, আমি যুবদল করিনি। যুবদলের কমিটির বিষয়েও কিছুই জানা নেই আমার। আমি আওয়ামীলীগের রাজনীতি করি।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৭
এমএএএম/ওএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ