ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

আসামি ধরতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম সিলেট ছাত্রলীগের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৭
আসামি ধরতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম সিলেট ছাত্রলীগের আন্দোলনরত ছাত্রলীগ নেতাকর্মীরা/ছবি: বাংলানিউজ

সিলেট: সিলেটে দলীয় দুই কর্মীকে কুপিয়ে জখম করার ঘটনার প্রতিবাদে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রলীগ। 

মঙ্গলবার (৮ আগস্ট) বিকেল সাড়ে ৪টা থেকে ৫টা পর্যন্ত নগরীর চৌহাট্টা পয়েন্টে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন নেতাকর্মীরা।  

এরআগে নগরীর আম্বরখানা থেকে মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাসিত রুম্মান ও সাধারণ সম্পাদক আব্দুল আলিম তুষারের নেতৃত্বে মিছিল সহকারে চৌহাট্টা পয়েন্টে আসেন শতাধিক নেতা-কর্মী।

 

সড়ক অবরোধের কারণে নগরীতে যান চলাচল ব্যাহত হয়। সড়কের দু’দিকে আটকা পড়ে অসংখ্য যানবাহন।  বিক্ষোভ সমাবেশে মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাছিত রুম্মান বলেন, শিবির ক্যাডারদের নৃশংসতায় ছাত্রলীগের দুই কর্মী শাহীন ও আবুল কালাম মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এ ঘটনায় মামলা হলেও পুলিশ এখনও কাউকে গ্রেফতার করেনি।  

নেতারা আগামী ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে হামলাকারী শিবির ক্যাডারদের গ্রেফতারের দাবি জানান। অন্যথায় মহানগরীর প্রতিটি ওয়ার্ড থেকে আন্দোলন শুরু হবে বলে হঁশিয়ারি জানান।  

সোমবার (০৮ আগস্ট) দুপুরে নগরীর সোবহানী ঘাটে জালালাবাদ কলেজের সামনে দুই ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম করে শিবির ক্যাডাররা। আহতরা হলেন- মদনমোহন কলেজ ছাত্রলীগের কর্মী শাহীন আহমদ (২১) ও আবুল কালাম আসিফ (২০)। ধারালো অস্ত্রের কোপে শাহীনের ডান হাত বিচ্ছিন্ন হয়ে যায় এবং বাম হাত ও পায়ে গুরুতর জখম হয়।  
হামলাকারীরা ধারালো আবুল কালাম আসিফের কজ্বি ও পায়ের রগ কেটে দেয়। আহত শাহীনকে ওইদিন বিকেলেও উন্নত চিকিৎসার্থে ঢাকায় নিয়ে যাওয়া হয়।  

এ ঘটনায় আহত আবুল কালাম আসিফের ভাই আজাদ বাদী হয়ে সোমবার (৭ আগস্ট) গভীর রাতে সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩/৪ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলা এজাহারনামীয়দের মধ্যে রয়েছেন- নগরীর সবুজবাগ এলাকার আক্কাছ আলী, উপশহরের এবাদুর রহমান, সোনারপাড়ার আবদুল ফাত্তাহ, উপশহরের সাকিব, আকিব, জাবেদ ও তাহমিদ।

মামলায় মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি বলে জানিয়েছেন সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেন।

ঢাকায় চিকিৎসাধীন আহত শাহীনের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। চিকিৎসকের বরাত দিয়ে মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাছিত রুম্মান বাংলানিউজকে এ তথ্য জানান।

** সিলেটে দুই ছাত্রলীগ কর্মী ওপর হামলার ঘটনায় মামলা

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৭
এনইউ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ