ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

মানিকগঞ্জে ছাত্রলীগের মানববন্ধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৭
মানিকগঞ্জে ছাত্রলীগের মানববন্ধন মানিকগঞ্জে ছাত্রলীগের মানববন্ধন

মানিকগঞ্জ: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সদস্যদের হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকরের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মানিকগঞ্জ জেলা ছাত্রলীগ।

বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি কাজী রাজু আহম্মেদ বুলবুলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাদরুল ইসলাম খান বাবলু, সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহা, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মনিরুল ইসলাম খান মনি।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মাসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক তানভির ফয়সাল রাহী, সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ শিকদার, দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান সুমন, সাধারণ সম্পাদক জুয়েল রহমান, হরিরামপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মাসুদুর রহমান, সাধারণ সম্পাদক রাজিবুর রহমান ও সিঙ্গাইর উপজেলা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন লিটন প্রমুখ।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন এই মানববন্ধন সঞ্চালনার দায়িত্ব পালন করেন।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা দাবি করেন, বর্তমান সরকার ক্ষমতায় থাকা অবস্থায় বিদেশে পলাতক থাকা বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের বিদেশ থেকে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর করতে হবে।

জেলার সাতটি উপজেলা ও ইউনিয়ন থেকে আসা কয়েকহাজার ছাত্রলীগ নেতাকর্মীরা মানববন্ধনে অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ