ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স: অর্থমন্ত্রী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৭
সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স: অর্থমন্ত্রী অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বক্তব্য রাখছেন। ছবি: সুমন

ঢাকা: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে বর্তমান সরকার জিরো টলারেন্স অবস্থানে রয়েছে। যখনই সন্ত্রাসবাদের কোনো আভাস পাই, সেখানেই ব্যবস্থা নেওয়া হয়।’

বৃহস্পতিবার (১০ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর হোটেল রেডিসনে কক্সবাজারের মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে জাপানের একটি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
 
এর আগে গত ২৭ জুলাই মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে জাপানের একটি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি করে সরকারি সংস্থা কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড বা সিপিজিসিবিএল।

জাপানি ওই কনসোর্টিয়ামে রয়েছে সুমিতোমো করপোরেশন, তোশিবা করপোরেশন ও আইএইচআই করপোরেশন।
 
এ চুক্তির মধ্য দিয়ে মাতারবাড়ি ও ঢালঘাটা ইউনিয়নের ১৪১৪ একর জমিতে এই বিদ্যুৎ প্রকল্পটি নির্মাণের আনুষ্ঠানিকতা শুরু হল। এর কাজ ২০২৩ সালের অক্টোবরে শেষ হবে।
 
প্রকল্প অনুযায়ী, মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রে ‘আলট্রাসুপার ক্রিটিক্যাল টেকনোলজি ব্যবহার করা হবে, যাতে কেন্দ্রের কর্মদক্ষতা হবে ৪১ দশমিক ৯ শতাংশ। বাংলাদেশের বর্তমানে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলোর গড় কর্মদক্ষতা ৩৪ শতাংশের বেশি নয়।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৭
এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ