ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

‘নির্বাচনে জিতবে না জেনে দিশেহারা বিএনপি’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৭
‘নির্বাচনে জিতবে না জেনে দিশেহারা বিএনপি’ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে মন্তব্য করে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘নির্বাচনে জিতবে না জেনে বিএনপি দিশেহারা হয়ে গেছে।’

বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাজধানীর ফকিরাপুলে ‘শান্তি পরিবহন’র এসিবাস সার্ভিস উদ্বোধনকালে এ কথা বলেন নৌমন্ত্রী।

বিএনপি ভিন্নপথে ক্ষমতায় যাওয়ার অপচেষ্টায় লিপ্ত মন্তব্য করে শাজাহান খান বলেন, তাদের ক্ষমতায় যাওয়ার স্বপ্ন সফল হবে না।

নির্বাচনে জিতবে না এমনটা জেনেই তারা দিশেহারা হয়ে ভিন্নপথ অবলম্বন করছে।

শাজাহান খান বলেন, বিএনপি গত নির্বাচনে ক্ষমতায় যেতে তিন হাজার গাড়ি পুড়িয়ে অনেক মানুষকে হত্যা করেছিলো। তাই জনগণ তাদের প্রতাখ্যান করেছে

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মামুন-উর-রশিদ ও শান্তি পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক আবুবকর সিদ্দিক।

ঢাকা-খাগড়াছড়ি, ঢাকা-কক্সবাজার-টেকনাফ ও চট্টগ্রাম-ঢাকা-বেনাপোল রুটে সেবা দেবে শান্তি পরিবহনের এ এসিবাস সার্ভিস।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৭
এমইউএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ