ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

অগ্রসর হতে হলে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করতে হবে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০২ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৭
অগ্রসর হতে হলে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করতে হবে বক্তব্যে রোকেয়া প্রাচী, ছবি: বাংলানিউজ

ফেনী: বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, অভিনেত্রী রোকেয়া প্রাচী বলেছেন, জাতি হিসেবে আমরা যদি অগ্রসর হতে চাই তাহলে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করতে হবে। সর্বদা স্মরণ করতে হবে।

বঙ্গবন্ধুর ৪২তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পাঁচ দিনব্যাপী কর্মসূচি পালনের অংশ হিসেবে রোববার (২০ আগস্ট) চতুর্থদিনে সোনাগাজী কাজরিহাটে বঙ্গবন্ধুর তথ্যচিত্র প্রদর্শনী চলাকালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, জাতির জনককে স্মরণ করাটা শুধু একদিন কিংবা একটা বেলার জন্য নয়- এটা আমাদের মেধা ও মননের মধ্যে নিয়ে আসতে হবে।

 

নতুন প্রজন্মকে বঙ্গবন্ধু সম্পর্কে জানান আহ্বান জানিয়ে রোকেয়া প্রাচী বলেন, নতুন প্রজন্মকে জানতে হবে তথ্যগুলো। ইতিহাস ও রাজনীতি এ দুটোর মধ্যে একটা সম্পর্ক রয়েছে। আমরা যদি ইতিহাসকে না জানি, রাজনৈতিকভাবে সচেতন না হই তাহলে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন ব্যাহত হবে। তরুণ প্রজন্মকে জানাতে হবে ইতিহাস। চেনাতে হবে শত্রুদের। সে কারণেই শোক দিবসের এ পাঁচ দিনের আয়োজন।

এর আগে গত ১৪ আগস্ট সন্ধ্যায় রোকেয়া প্রাচীর সামাজিক সংগঠন ‘স্বপ্ন সাজাই’র পৃষ্ঠপোষকতায় সোনাগাজীর বিভিন্ন স্কুল, মাদ্রাসা, সামাজিক সংগঠনগুলোকে নিয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোটের তত্ত্বাবধানে জাতির জনক বঙ্গবন্ধুকে স্মরণ করে পাঁচদিনের কর্মসূচি ঘোষণা করা হয়।  

উপস্থিত ছিলেন ফেনীর পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, সম্মিলিতি সাংস্কৃতিক জোট ফেনী জেলার সভাপতি অ্যাডভোকেট জাহিদ হোসেন খসরু, সাধারণ সম্পাদক সমর দেব নাথ প্রমুখ।

এরপর শনিবার (১৯ আগস্ট) তৃতীয় দিনে সোনাগাজীর ওসমানিয়া উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর কর্ম, রাজনৈতিক জীবন নিয়ে ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  রোকেয়া প্রাচী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সোনাগাজী বগাদানা ইউপি চেয়ারম্যান ইসহাক খোকন, নাট্যজন সেলিম আল দীনের পরিবারের সদস্য রাজীব সারোয়ার, চর মজলিশপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার খায়ের, উপজেলা ছাত্রলীগ নেতা ওমর ফারুক রাসু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৭
এসএইচডি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ