ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৫ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৭
২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন

লক্ষ্মীপুর: ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে গ্রেনেড হামলা ও প্রধানমন্ত্রী শেখ সিনাকে হত্যার ষড়যন্ত্রের প্রতিবাদে প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ-মিছিল ও মানবববন্ধন করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

সোমবার (২১ আগস্ট) দুপুরে মান্দারী জিল্লুর রহিম কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

এর আগে কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মান্দারী বাসস্ট্যান্ডে এসে মানববন্ধনে মিলিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফজলুল হক মনি, মান্দারী ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক কুদ্দুস পাটওয়ারী, মান্দারী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক মো. আবু তালেব, ছাত্রলীগ নেতা শেখ রাসেল, আল আমিন বিক্রম ও শেখ শাহাদাত হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ