ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

চক্রান্ত ঘুরিয়ে আদালতের মাধ্যমে হচ্ছে: হানিফ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৪ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৭
চক্রান্ত ঘুরিয়ে আদালতের মাধ্যমে হচ্ছে: হানিফ

ঢাকা: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, সরকারের বিরুদ্ধে চক্রান্ত এখনও শেষ হয়নি, এটা চলমান। অশুভ শক্তি এখনও চক্রান্ত করে যাচ্ছে। আর সেটা এখন ঘুরিয়ে আদালতের মাধ্যমে হচ্ছে। 

বৃহস্পতিবার (২৪ আগস্ট) আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।  

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে আইভি রহমান মুত্যুবার্ষিকী পালন কমিটির উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

 

২০০৪ সালের ২১ শে আগস্ট গ্রেনেড হামলায় গুরুতর আহত হয়ে ২৪ আগস্ট হাসপাতালে মারা যান আইভি রহমান।  

সভার প্রধান অতিথি হানিফ বলেন, বিএনপি, খালেদা জিয়া ও তার পুত্র তারেক রহমান সবাই মিলে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য ২১শে আগস্ট গ্রেনেড হামলা চালিয়েছিল। তৎকালীন সরকার প্রধান হিসেবে খালেদা জিয়ার ইঙ্গিত ছাড়া এই ঘটনা ঘটতে পারে না। সরকার প্রধান হিসেবে খালেদা জিয়া এই দায় এড়াতেও পারেন না। তাকে এই দায় নিতে হবে।

অভিযোগ করে তিনি বলেন, আদালতোর মাধ্যমে ষোড়শ সংশোধনী বাতিল করে দিয়ে জনগণের ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে। ষোড়শ সংশোধনীর রায় নিয়ে যেখানে দেশের জনগণ সমালোচনা করছে, সেখানে বিএনপি ও কিছু কুশীলব সরকারের বিরুদ্ধে বিষোদগার করছেন।

‘যারা বিচারপতিদের পক্ষ হয়ে কথা বলছেন, তা কোন অধিকারে বলছেন? বিএনপিসহ কিছু ব্যক্তি বিচারালয়ের মুখপাত্রের দায়িত্ব নিয়েছেন। এটা নিয়ে জনগণের মনে বিভ্রান্ত তৈরি হয়েছে। কারা বিচারপতিদের মুখপাত্র? বিচারপতিদের মুখপাত্র বিএনপি? নাকি বিএনপির মুখপাত্র বিচারপতি। কারণ দুইপক্ষের কথা ও চিন্তভাবনা প্রায় একই রকম শোনা যাচ্ছে। ’

বিএনপি নেতাদের উদ্দেশ্যে হানিফ বলেন, আন্দোলন করতে না পেরে আদালতের উপর ভর করে সরকার পতন ঘটাবেন, অশুভ শক্তিকে ক্ষমতায় আনবেন- এই ধরনের ষড়যন্ত্র সফল হবে না। এই চক্রান্ত নস্যাৎ করার জন্য আওয়ামী লীগের লাখো নেতা-কর্মী প্রস্তুত। যে কোনো অশুভ শক্তিকে প্রতিহত করা হবে।

তিনি বলেন, আমরা আদালতের রায় নিয়ে কোনো কথা বলিনি। এর বিরুদ্ধে আমরা কোনো কথা বলবোও না। ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে আমরা রিভিউয়ের মাধ্যমে পুনর্বিবেচনার আবেদন করবো।

‘আমাদের কথা-এ রায়ে আদালতের পর্যবেক্ষণ নিয়ে। সেখানে যেসব অপ্রাসঙ্গিক কথা বলা হয়েছে, সেগুলো নিয়ে আমরা কথা বলেছি, ভবিষ্যতেও বলবো। ’

এ সময় বিএনপি নেতাদের উদ্দেশ্যে আওয়ামী লীগ নেতা হানিফ বলেন, যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর বিচারের সময় তার পরিবারের সদস্যরা প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছিলেন। তখন তো কোনো কথা বলেননি আপনারা। যুদ্ধাপরাধীর পরিবারের সঙ্গে দেখা করে প্রধান বিচারপতির শপথ তো ওই দিনই ভঙ্গ হয়ে যায়!
 
সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলামের সভাপতিত্ব আলোচনা সভায় রেলমন্ত্রী মো. মুজিবুল হক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. কামরুল হাসান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  শাহে আলম মুরাদ প্রমুখ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৭ 
এসকে/এমএ  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ