ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

ধর্ষণ মামলায় ভালুকা ছাত্রলীগ সভাপতি কারাগারে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৭
ধর্ষণ মামলায় ভালুকা ছাত্রলীগ সভাপতি কারাগারে আলমগীর কবির/ছবি: সংগৃহিত

ময়মনসিংহ: এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় ময়মনসিংহের ভালুকার হবিরবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আলমগীর কবিরের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

দীর্ঘদিন যাবত পলাতক ওই ছাত্রলীগ নেতা বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, তাকে জিজ্ঞাসবাদের জন্য রিমান্ডের আবেদন জানানো হয়েছে।

পুলিশ জানায়, ধর্ষণের শিকার ওই কলেজ ছাত্রীকে আসা-যাওয়ার পথে প্রায়ই উত্ত্যক্ত করতো আলমগীর ও তার সহযোগীরা। পরে চলতি বছরের ১১ জানুয়ারি সকালে আলমগীর সহযোগীরা সহ ওই ছাত্রীকে মাইক্রোবাসে করে অজ্ঞাত স্থানে তুলে নিয়ে ধর্ষণ করে।

এ ঘটনায় গত ১৫ মে ধর্ষিতার বাবা বাদী হয়ে আলমগীরসহ ৩ জনকে আসামি করে কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৭
এমএএএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ