ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

এস কে সিনহা ফিতনা সৃষ্টিকারী: ড. হাছান 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০২ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৭
এস কে সিনহা ফিতনা সৃষ্টিকারী: ড. হাছান  মানববন্ধনে বক্তব্য দিচ্ছেন ড. হাছান মাহমুদ। ছবি: রানা

ঢাকা: ইসলাম ও সামাজিক দৃষ্টিতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা) ফিতনা সৃষ্টিকারী বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ। 

তিনি বলেছেন, ‘আজকে জাতীয় জীবনে যারা ফিতনা সৃষ্টি করছেন তাদের অন্যতম হচ্ছেন এস কে সিনহা। উনি ইসলাম ও সামাজিক দৃষ্টিতে ফিতনা সৃষ্টিকারী।

এ কারণেই আজ সম্ভবত আলেম-ওলামারা মাঠে নেমেছেন, ফিতনা সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য। ’

শুক্রবার (২৫ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ফিতনা প্রতিরোধ কমিটির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে ড. হাছান মাহমুদ এসব কথা বলেন।  

চট্টগ্রাম-৭ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য ড. হাছান বলেন, সভা-সমিতিতে গিয়ে দীর্ঘদিন ধরে এস কে সিনহা রাজনৈতিক বক্তব্য দিয়ে বিরোধী রাজনৈতিক দল ও সমালোচকদের হাতে বিভিন্ন ইস্যু তুলে দিয়েছেন। অর্থাৎ জাতীয় জীবনে ফিতনা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছেন তিনি।   

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, বিএনপির কোনো রাজনীতি নেই। তারা ফরহাদ মজহারের ঘাড়ে চড়ে রাজনীতি করেছে। কিন্তু যখন ফরহাদ মজহার কি কারণে এবং কোন মহিলার কারণে নিখোঁজ হয়েছে সেটা প্রকাশ হওয়ায় বিএনপি চুপসে গেছে। এখন তারা রাজনীতি করছে এস কে সিনহার ঘাড়ে চড়ে। অর্থাৎ তাদের অবস্থা এখন ছাগলের তিন নম্বর বাচ্চা।  

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৭
এমইউএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ