ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

প্রধানমন্ত্রীর অপেক্ষায় সারিয়াকান্দির জনসভাস্থল

বেলাল হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৭
প্রধানমন্ত্রীর অপেক্ষায় সারিয়াকান্দির জনসভাস্থল প্রধানমন্ত্রীর জনসভাস্থলের দিকে জনস্রোত- ছবি: আরিফ জাহান

সারিয়াকান্দি (বগুড়া) থেকে: গাইবান্ধার বন্যাদুর্গত এলাকা পরিদর্শন শেষে বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় একই অনুষ্ঠানে যোগ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কর্মসূচি অনুযায়ী বেলা আড়াইটায় এ উপজেলায় আসার কথা রয়েছে তার।

এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করা হয়েছে। প্রস্তুত সারিয়াকান্দি ডিগ্রি কলেজ হলরুম ও মাঠ।

তবে নির্ধারিত সময় হতে এখনো অনেক বাকি রয়েছে। অনুষ্ঠানস্থলে আসার পরপরই তিনি বন্যার্ত মানুষের মাঝে বিভিন্ন ধরনের ত্রাণ সামগ্রী বিতরণ করবেন। পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ধানের চারও বিতরণ করবেন তিনি।

এরপর হলরুমে নানা শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তার সঙ্গে মতবিনিময় করবেন। শেষে ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত জনসভায় ভাষণ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সেই জনসভায় যোগ দিতে দলীয় নেতাকর্মীরা ছোট-বড় মিছিল নিয়ে আসতে শুরু করেছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জনসভার দিকে জনস্রোত বাড়ছে।
প্রধানমন্ত্রীর জনসভাস্থলের দিকে জনস্রোত- ছবি: আরিফ জাহান
শনিবার (২৬ আগস্ট) বেলা ১২টার দিকে সারিয়াকান্দি সদর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে এমন দৃশ্যই দেখা যায়।  

দলীয় প্রতীক নৌকা, রঙবেরঙের ক্যাপ, পোশাক গায়ে জড়িয়ে, ব্যানার নিয়ে নেতাকর্মীরা জনসভাস্থলের দিকে আসছেন। স্লোগানে স্লোগানে আবার অনেকেই লাইন ধরে মৌনভাবে জনসভাস্থলের দিকে এগোচ্ছেন। একইভাবে জনসভাস্থলের দিকে আসছেন সাধারণ মানুষজনও।

সরেজমিনে দেখা যায়, জনসভাস্থলমুখি দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষজন শহরের বিভিন্ন প্রবেশ পথ দিয়ে শহরে ঢুকছেন। বিভিন্ন এলাকা থেকে আসা দলীয় নেতাকর্মীরা খণ্ড-খণ্ড মিছিল নিয়ে শহরের প্রবেশ করছেন। দলীয় নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে পুরো শহর এলাকা প্রকম্পিত করে তুলছে।

এক্ষেত্রে দলের নেতাকর্মীরা বিভিন্ন ধরনের যানবাহন ব্যবহার করছেন। যানবাহনগুলো নির্ধারিত দূরুত্বে আটকে দিচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে সেখান থেকে দলীয় নেতাকর্মীরা পায়ে হেঁটে বা দলবদ্ধ হয়ে মিছিল নিয়ে জনসভাস্থলের দিকে রওনা হচ্ছেন।
প্রধানমন্ত্রীর জনসভাস্থলের দিকে জনস্রোত- ছবি: আরিফ জাহান
এদিকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সবাইকে জনসভাস্থলের প্রধান ফটকে আটকে দিচ্ছে। এরপর সেখানে বসানো নিরাপত্তা চৌকির দায়িত্বে নিয়োজিতরা তল্লাশি শেষে সারিবদ্ধভাবে একে একে সবাইকে মাঠে প্রবেশ করাচ্ছেন।

এতে অনেকে বিরক্ত হলেও আইনের প্রতি সবাই যথাযথ সম্মান দেখাচ্ছেন। কষ্ট সহ্য করে হলেও আগত লোকজনকে আইন-শৃঙ্খলা বাহিনীর কাজে সহযোগিতা করছেন। পাশাপাশি লোকজন আইন মেনে জনসভাস্থলে প্রবেশ করছেন।  

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৭
এমবিএইচ/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ