ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

ফেনীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর আ.লীগে যোগদান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৭
ফেনীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর আ.লীগে যোগদান বিএনপির শতাধিক নেতাকর্মীর আ.লীগে যোগদান/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: ফেনীতে জেলা যুবদল নেতা আবুল কালাম ও জেলা কৃষক দল নেতা খোকনসহ বিএনপির শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করেছেন।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে শহরের বিরিঞ্চি ঈদগাহ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে আওয়ামী লীগে যোগ দেন বিএনপির এসব নেতাকর্মীরা।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান বিকম, জেলা যুবলীগের সভাপতি ও দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেলসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেত‍া-কর্মীরা।

এসময় বিএনপির নেতা-কর্মীরা বলেন, আওয়ামী লীগ দেশে উন্নয়নের রাজনীতি করছে তাতে উৎসাহিত হয়েই আমরা এ দলে যোগদান করেছি। নিজাম উদ্দিন হাজারীর নেতৃত্বে জেলার উন্নয়নে আমরাও ভ‍ূমিকা রাখতে চাই।

বাংলাপদেশ সময়: ১৭০২ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৭
এসএইচডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ