ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

শিক্ষামন্ত্রী যাবেন বুধবার, সিলেটে ঈদ করবেন অর্থমন্ত্রী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৭
শিক্ষামন্ত্রী যাবেন বুধবার, সিলেটে ঈদ করবেন অর্থমন্ত্রী অর্থমন্ত্রী ও শিক্ষামন্ত্রী।

সিলেট: পবিত্র ঈদুল আজহা সিলেটেই উদযাপন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ইতোমধ্যে বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে আকাশপথে তিনি সিলেটে এসে পৌছেছেন। কোনো কর্মসূচি না থাকলেও শুক্রবার তিনি সিলেটে অবস্থান করবেন এবং শনিবার (১ সেপ্টেম্বর) সিলেট শাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে ওইদিন বিকেলে প্লেনযোগে ঢাকার উদ্দেশ্যে সিলেট ছাড়বেন।

অর্থমন্ত্রীর একান্ত সচিব এসএম জাকারিয়া হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এদিকে, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ৬ সেপ্টেম্বর ৫ দিনের সফরে সিলেট যাচ্ছেন।

এদিন দুপুরে আকাশপথে তিনি সিলেট পৌছুবেন। এরপর বিকেল ৩টায় নিজ নির্বাচনী এলাকা গোলাপগঞ্জের বাঘা ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।

পরদিন বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) লক্ষ্মীপাশা ও লক্ষণাবন্দ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আয়োজিত পৃথক কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ফলদ ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান শেষে  সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে নিজ তহবিল হতে ছাত্র-ছাত্রীদের মধ্যে অনুদান বিতরণের পর বিকাল ৩টায় ভাদেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি।

শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে কাকুরা জামসেদ আহমদ উচ্চ বিদ্যালয় ও আব্দুল খালিক প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে দুপুর ১২টায় রহমতাবাদ দারুসসুন্নাহ আলিম মাদরাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও কাকুরা নাটেশ্বর গ্রামের ‘শুভ বিদ্যুতায়ন’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

বেলা পৌনে ২টায় পাঞ্জিপুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবনের উদ্বোধন, বেলা আড়াইটায় দুবাগ আইডিয়াল একাডেমির নবনির্মিত ভবনের উদ্বোধন ও নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বড়গ্রাম এলাকায় শুভ বিদ্যুতায়ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন, সন্ধ্যায় বিয়ানীবাজার উপজেলা ও পৌর আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সাক্ষাতে মিলিত হবেন।

পরদিন রোববার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় বিয়ানীবাজার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ফলদ ও বৃক্ষ মেলার শুভ উদ্বোধন শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে নিজ তহবিল থেকে বিভিন্ন বিদ্যালয়ে ল্যাপটপ, প্রজেক্টর এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মধ্যে হুইল চেয়ার ও হিয়ারিং এইড বিতরণী অনুষ্ঠানে যোগদান শেষে আকাশপথে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।

বাংলাদেশ সময়: ০৭৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৭
এনইউ/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ