ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

ঝালকাঠিতে মাছের পোনা অবমুক্ত করলেন শিল্পমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৭
ঝালকাঠিতে মাছের পোনা অবমুক্ত করলেন শিল্পমন্ত্রী ঝালকাঠিতে মাছের পোনা অবমুক্ত করলেন শিল্পমন্ত্রী

ঝালকাঠি: ঝালকাঠির সুতালড়ি খালে মাছের পোনা অবমুক্ত করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

শুক্রবার (০১ সেপ্টম্বর) বেলা ১২টায় জেলা মৎস বিভাগের আয়োজনে জলাশয়ে বিল নার্সারি স্থাপন এবং পোনামাছ অবমুক্ত করা প্রকল্পের আওতায় ঝালকাঠির সুতালড়ি খালে এ মাছের পোনা অবমুক্ত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী বলেন, শেখ হাসিনার দুরদর্শীতা কারণে দীর্ঘ দিন পরে বাংলাদেশ সমুদ্রসীমা জয় করেছে।

এর ফলে বাংলাদেশের মৎস্য বৃদ্ধি পেয়েছে। গভীর সমুদ্র থেকে আরো বেশি করে মাছ আহরণ চেষ্টা করা হবে বলেও জানান তিনি।

জেলা মৎস কর্মকর্তা প্রতুষ কুমার মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন- ঝালকাঠি জেলা প্রশাসক (ডিসি) মো. হামিদুল হক, পুলিশ সুপার (এসপি) জোবায়েদুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলমসহ মৎস বিভাগ ও আওয়ামী লীগের নেতারা ।

সভাশেষে শিল্পমন্ত্রী সুতালড়ি খালে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৭
এমএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ