ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

ছিনতাইয়ের ঘটনায় ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে আহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৭
ছিনতাইয়ের ঘটনায় ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে আহত আহত ছাত্রলীগের কর্মী ইশরাক হোসেন রাফি, ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: মোবাইল ছিনতাইকারীকে ধরার জের ধরে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের ইশরাক হোসেন রাফি নামে এক কর্মীকে কুপিয়ে আহত করেছেন দুর্বৃত্তরা। এ ঘটনায় রিপনসহ ছয়জনকে আটক করেছে পুলিশ।

রোববার (১৭ সেপ্টেম্বর) বিকেলে নগরীর পিয়নপাড়া ও নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) নগরীর বাউন্ডারী রোড এলাকায় জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নওশেল আহমেদ অনির এক বন্ধুর ছোট ভাইয়ের মোবাইল ফোন ছিনতাই হয়।

এরপর নাহার রোড মোড় থেকে তুষার নামে এক তরুণের কাছ থেকে সেই মোবাইল সেটটিই উদ্ধার করা হয়।

ছাত্রলীগ কর্মী শাহীন আলম ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত খোকন গ্রুপের তুষারকে ভৎসর্না করে। এ ঘটনার পরপরই রাতে নগরীর পিয়নপাড়া এলাকার শাহীনের বাসায় তুষারের নেতৃত্বে কয়েকজন অতর্কিত হামলা ও ভাঙচুর চালায়।

এনিয়ে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। পুলিশের মধ্যস্থতায় দু’পক্ষই পরবর্তীতে বিরোধ মিমাংসা করে।

এদিকে জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নওশেল আহমেদ অনি অভিযোগ করেন, এ ঘটনার জের ধরেই আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ইয়াসিন আরাফাত খোকন ও তার ভাই রিপনের নেতৃত্বে একদল দুর্বৃত্ত রোববার (১৭ সেপ্টেম্বর) বিকেলে ছাত্রলীগ কর্মী ও আনন্দমোহন কলেজের শিক্ষার্থী ইশরাক হোসেন রাফিকে কুপিয়ে আহত করেন।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বাংলানিউজকে জানান, পূর্ব বিরোধের জের ধরে সংঘর্ষে রিপনসহ ছয়জনকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশও মোতায়েন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৭
এমএএএম/এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ