ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

১৬ বছর পর পাথরঘাটা আ’লীগের কমিটি, নেতৃত্বে আলমগীর-জাবির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৭
১৬ বছর পর পাথরঘাটা আ’লীগের কমিটি, নেতৃত্বে আলমগীর-জাবির আলমগীর হোসেন ও অ্যাডভোকেট জাবির হোসেন

বরগুনা: বরগুনা জেলার পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে শাখার সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেনকে সভাপতি ও সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জাবির হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বরগুনা সার্কিট হাউজ ও বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্স হলরুমের মিলনায়তনে বর্ধিত সভায় উপজেলা আওয়ামী লীগের এ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে জেলা শাখা। এর মাধ্যমে দীর্ঘ ১৬ বছর পর নতুন কমিটি পেল পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগ।

বর্ধিত সভায় অতিথিরা।  ছবি: বাংলানিউজবর্ধিত সভায় বরগুনা-১ আসনের সংসদ সদস্য ও বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল জেলা শাখার সভাপতি আবুল হাসনাত আবদুল্লাহ, সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুছ, বরগুনা জেলা পরিষদের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর, বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৪২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ