ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

‘অসুর নিধনের মতোই ধ্বংস হবে মায়ানমার’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৭
‘অসুর নিধনের মতোই ধ্বংস হবে মায়ানমার’ সিলেটের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে অর্থমন্ত্রী/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: অসুর নিধনের মতোই মায়ানমার ধ্বংস হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

তিনি বলেন, যারা মানুষের সুখ শান্তিকে বিনষ্টে অপকর্ম চালায়, এদের অস্তিত্বও ধ্বংস হবে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দিনব্যাপী নিজ নির্বাচনী এলাকার পূজামণ্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মিয়ানমার সরকারই রোহিঙ্গা সংকট সৃষ্টি করেছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, যেরকম অসুরের নিধন হয়েছে, একইভাবে মিয়ানমার সরকারের অমানবিক কর্মকাণ্ড দমন হবে।

পূজা উপলক্ষে খাদিম নগর ও দেবপুর পূজামণ্ডপ পরিদর্শন ও সেখানে আয়োজিত পৃথক অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, দেশে দুর্গাপূজার মতো সব উৎসব মানুষ যাতে নির্বিঘ্নে, নিরাপদে ও স্বাচ্ছন্দে পালন করতে পারেন সেই লক্ষ্যেই কাজ করছে বর্তমান সরকার। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের মূললক্ষ্যই দেশের অব্যাহত সুখ, শান্তি ও সমৃদ্ধির পথকে সুগম করা।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের সভাপতি আশফাক আহমদ, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিজিত চৌধুরী, জেলার যুগ্ম সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক, আওয়ামী লীগ নেতা ডা. আরমান আহমদ শিপলু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন চেয়ারম্যান, খাদিমপাড়া ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আফসর আহমদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মখলিছুর রহমান, খাদিমপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ বদরুল ইসলাম, খাদিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তেরা মিয়া, চা শ্রমিক নেতা রাজু গোয়ালা, গুনেধর গোয়ালা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৭
এনইউ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ