ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম, প্রতিবাদে বিক্ষোভ-মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫২ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৭
ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম, প্রতিবাদে বিক্ষোভ-মিছিল ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম, প্রতিবাদে বিক্ষোভ-মিছিল

বগুড়া: বগুড়ার ধুনট উপজেলায় ছাত্রলীগ কর্মী চপল মাহমুদকে কুপিয়ে জখম করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।

মঙ্গলবার (৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ধুনট পৌর ছাত্রলীগের উদ্যোগে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

শহরের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্ট গিয়ে শেষ হয়। সেখানে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
 
সমাবেশে বক্তব্য রাখেন- বগুড়া জেলা পরিষদের সদস্য এএফএম ফজলুল হক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান, পৌর কাউন্সিলর রনজু মল্লিক, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার, জেলা ছাত্রলীগের উপ-অর্থ বিষয়ক সম্পাদক নুরে আলম সিভিল, শফিকুল ইসলাম, আব্দুল মজিদ মিল্টন, ইকবাল হোসেন রিপন, নিয়ামুল হাসান লিমন, আব্দুল মোমিন সোহেল প্রমুখ।

এর আগে রোববার (১ অক্টোবর) স্কুলছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় শহরের জিরো পয়েন্ট এলাকায় ছাত্রলীগ কর্মী চপল মাহমুদকে কুপিয়ে জখম করে সদ্য বহিষ্কৃত পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক সেলিম রোজা ও তার লোকজন।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৭
এমবিএইচ/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ