ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

‘প্রতিক্রিয়াশীলরা শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৭
‘প্রতিক্রিয়াশীলরা শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত’ বক্তব্য রাখছেন স্বাচিপ মহাসচিব ডা. এম এ আজিজ। ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ : প্রতিক্রিয়াশীল চক্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগপন্থি চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) মহাসচিব ডা. এম এ আজিজ। 

বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ কনফারেন্স কক্ষে বিভিন্ন পর্যায়ের চিকিৎসক ও ছাত্রলীগ নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ অভিযোগ করেন।

ডা. এম এ আজিজ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিক্রিয়াশীল চক্র ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

এমন প্রেক্ষাপটে সবাইকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করে নেত্রীর হাতকে শক্তিশালী করতে হবে।  

এ সময় ময়মনসিংহ মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ডা. ফজলুল হক পাঠান, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. তারা গোলন্দাজ প্রমুখ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৭ 
এমএএএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ