ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

সিলেটে ছাত্রলীগের দু'গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
সিলেটে ছাত্রলীগের দু'গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ২ সিলেটে ছাত্রলীগের দু'গ্রুপের সংঘর্ষে নিহত কর্মী ওমর আলী মিয়াদ

সিলেট: আধিপত্য বিস্তার নিয়ে সিলেটের টিলাগড় এলাকায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ওমর আলী মিয়াদ (২৬) নামে এক কর্মী নিহত হয়েছেন। এ সময় নাছিম ও তারেক নামে আরো দুই কর্মী আহত হয়েছেন।

সোমবার ( ১৬ অক্টোবর) বিকেল সোয়া ৩টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতের মরদেহ ও আহতদের উদ্ধার করে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত ওমর আলী মিয়াদ সিলেটের শহরতলীর বালুচর এলাকার আকুল মিয়ার ছেলে।

শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন। আটক ফখরুল, ছবি: আবু বকরতিনি জানান, এ ঘটনায় ফখরুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে। নিহত ও আহতরা মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক কাউন্সিলার আজাদুর রহমান আজাদ গ্রুপের সদস্য।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ